আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভুলতায় ভুয়া পরিচয়পত্র তৈরী,৩ প্রতারক গ্রেপ্তার

সংবাদচর্চা রিপোর্ট:

জাল জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র তৈরীর অভিযোগে রূপগঞ্জে তিন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত ০৫ সেপ্টেম্বর রাতে ভুলতা তাত বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে জাল সনদপত্র তৈরীর সরঞ্জামাদি ৩টি সিপিইউ, ৩টি মনিটর, ৩টি স্ক্যানার, ৩টি প্রিন্টার ,৩টি হার্ডডিক্স ,৩টি নকল এনআইডি কার্ড, ৪টি ভুয়া সীল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত প্রতারকরা হলেন মোঃ ইমদাদুল হক (২৬), মোঃ ফারুক মিয়া (৫২) , পারভেজ (৩১) ।

সোমবার (৬ সেপ্টেম্বর ) র‌্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, আসামীগণ দীর্ঘদিন যাবৎ রূপগঞ্জ থানার ভুলতা তাত বাজার মার্কেটস্থ আদর্শ সার্জিক্যাল দোকান নং-১০৩২, শাকিব কম্পিউটার এন্ড প্রিন্টিং দোকান নং ১০৪৩ এবং মা কম্পিউটার দোকান নং ১০৫০ এর ভিতরে অবৈধভাবে ভুয়া পরিচয়পত্র প্রস্তুত করে প্রতারণা করে আসছিল। প্রতারক দমনে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্পন্সরেড আর্টিকেলঃ