সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ কাঠেরপুল এলাকা থেকে টাকা ভাঙ্গতির কথা বলে এক ভিক্ষুকের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে ২জন ভন্ড মহিলা ।
(বৃহস্পতিবার )দুপুর ২ টায় কাঠেরপুলে ভিক্ষুক রেজিয়া (৭৫) কাছ থেকে টাকা ভাঙ্গতির কথা বলে ২শত/৩শত টাকা নিয়ে পালিয়ে যায় ২ জন বরখা পড়া ভন্ড মহিলা । তারপর থেকেই কান্নায় ভেঙ্গে পড়ল ভিক্ষুক রেজিয়া । দুচোখের কান্না যেনো আর থামছিলো না ।রেজিয়ার বয়স বেশি হ্ওয়ার কারনে সঠিক ভাবে তার কাছে কত টাকা ছিল তা বলতে পারছিলো না ।
স্থানীয় বাসিন্দা পারভীন সংবাদচর্চাকে জানায় ,ভিক্ষুক রেজিয়ার একটি মাত্র ছেলে যার নাম নাসির। ভিক্ষুক রেজিয়া হলো বরিশাল জেলার বাসিন্দা। রেজিয়ার ছেলে ও ছেলের বউ আলেয়াকে নিয়ে থাকে ঢাকা টেক্সটাইল মিল সংলগ্নে । রেজিয়ার ছেলে নাসির কাজ করে হাজী টেক্সটাইল মিল । একমাত্র ছেলে হ্ওয়া সত্ব্ওে নাসিরের ঘরে জায়গা হয়নি রেজিয়ার । থাকতে হচ্ছে রেজিয়াকে উপজেলার বারিন্দায় বা খোলা আকাশের নিচে । অন্যের কাছে হাত পেতে জীবনটাকে বাঁচিয়ে রেখেছেন রেজিয়া ।
পারভীন আরো বলেন ,রেজিয়ার ছেলের বউ আলেয়া রেজিয়াকে ঘরে রাখে না ।আলেয়া রেজিয়াকে বলে যদি ঘরে থাকতে চান তাহলে তার বিনিময়ে আলেয়াকে ৪০০ করে টাকা দিতে হবে । পান খেতে চাইতো বলে ভিক্ষুক রেজিয়া হাতের কর কেটে দিয়েছিল । এমন কি রেজিয়ার ছেলের বউ আলেয়া রেজিয়াকে মেরে তার ডান পাশের এক হাত এক পা অচল অবস্থা করে ফেলে । অসহায় রেজিয়া হয়ে পড়ে রেজিয়া । রেজিয়ার শরীরে অনেক আঘাত ও জখমের চিহ্ন্ দেখা যায় । অথচ আলেয়া হলো ভিক্ষুক রেজিয়ার আপন বড় ভাইয়ের মেয়ে সম্পর্কে হয় রেজিয়ার ভাইজি।