আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাষা শহীদদের প্রতি ভোলায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের প্রতি ভোলায়

ভাষা শহীদদের প্রতি ভোলায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনভাষা শহীদদের প্রতি ভোলায়

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: বায়ান্নোর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভোলা উপজেলার সর্ব স্থরের জনগণ।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে  স্থানীয় সরকারি স্কুল মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভোলা সদরের জন সাধারণ।

একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন, ভোলা জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমীকলীগ সহ অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। তারা কিছু সময় নীরবে দাড়িঁয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান।

এছারাও বিএনপি, জেলা প্রশাসন ভোলা, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ভোলা প্রেস ক্লাব, বাংলাদেশ স্কাউটস ভোলা, টুটুল স্মৃতি সংঘ ভোলা, জেলা কারাগার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জাতীয় বন্ধুজন পরিষদ ভোলা, ভোলা থিয়েটার সহ ভোলা সদরের সকল স্কুল, কলেজ সরকারী বে-সরকারি ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাক্তি বর্গরা ভোলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।