আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারত-পাকিস্তান ২৭ তম বন্দি বিনিময়

ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান বন্দি বিনিময়

ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : অতীতের ধারাবাহিকতায় ২৭ তম বারের মতো বন্দিদের তালিকা বিনিময় করেছে পাকিস্তান ও ভারত। গতকাল সোমবার ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনারের কাছে নিজেদের কারাগারে বন্দি ৪৫৭ জন ভারতীয় নাগরিকের তালিকা হস্তান্তর করেছে পাকিস্তান। একইদিনে নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনারের কাছে নিজেদের হেফাজতে থাকা বন্দিদের তালিকা তুলে দিয়েছে ভারত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ২০০৮ সালের ২১ মে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কনস্যুলার বিনিময় চুক্তির আওতায় এই বিনিময় হয়েছে। এই চুক্তির আওতায় দুই দেশই প্রতিবছর দুইবার নিজে দেশে থাকা বন্দিদের তালিকা বিনিময় করবে। যার প্রথমটি ১ জানুয়ারি ও পরেরটি ১ জুলাই বিনিময়ের কথা রয়েছে। জানুয়ারির ৮ তারিখে ১৪৬ জন জেলেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। গতবছরের ২৮ ডিসেম্বর ১৪৫ জেলেকে মুক্তি দেয় ইসলামাবাদ। গতকাল সোমবার বন্দি তালিকা বিনিময়ের খবরটি নিশ্চিত করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ও। এক বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে ২৭ তম বারের মতো বন্দি তালিকা বিনিময় হলো।

স্পন্সরেড আর্টিকেলঃ