আজ মঙ্গলবার, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতে পাচারের সময় বেনাপোলে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার

ভারতে

ভারতে পাচারের সময় বেনাপোলে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার

ভারতে

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারের সময় বেনাপোলের ধান্যখোলা সীমান্তে অভিযান চালিয়ে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার সকালে ধান্যখোলা সীমান্তের একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হচ্ছে। এসময় অভিযান চালিয়ে ধান্যখোলা ২৬ পিলারের কাছে সরিষা ক্ষেতের পাশে কাপড়ের ব্যাগে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ২০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে স্বর্ণের বার গুলি ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। আটক ২০ পিস স্বর্ণের ওজন ৮৬৫ গ্রাম। যার মূল্য ৩৩ লাাখ ৩৭ হাজার ১ শত ৭০ টাকা। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

স্পন্সরেড আর্টিকেলঃ