আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতে একই পরিবারের ১১ জনের মরদেহ উদ্ধার

ভারতে একই পরিবারের ১১

ভারতে একই পরিবারের ১১

অনলাইন রিপোর্ট:

ভারতের নয়াদিল্লিতে একটি ঘরের মধ্যে থেকে একই পরিবারের ১১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উত্তর দিল্লির বুরারি এলকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলোর মধ্যে সাতজন নারী ও চারজন পুরুষ। এটা আত্মহত্যা নাকি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।

জি নিউজের খবরে জানানো হয়েছে, প্রত্যেক মরদেহের হাত-পা এবং চোখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। নিহতদের পরিবারের আসবাবপত্র ও মুদির দোকান আছে।

প্রাথমিক তদন্তে ঘটনাটিকে হত্যা বলে ধারণা করছে পুলিশ। মরদেহগুলোর মধ্যে দুই ভাই, তাদের স্ত্রী ও দুই ছেলে আছেন। এছাড়াও তাদের বৃদ্ধ মা এবং বোনদেরও মরদেহ পাওয়া গেছে।

মরদেহগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দিল্লির গুরু গোবিন্দ সিং হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।