আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাতা পাচ্ছে গর্ভবতী শ্রমিকরা

সংবাদচর্চা রিপোর্টঃ

অবশেষে বকেয়া বেতন, ঈদ বোনাস ও মাতৃত্বকালীন ভাতা পাওয়ার আশ্বাস পেলেন নারায়ণগঞ্জ শহরের রাসেল গার্মেন্টসের সেই ৫ নারী শ্রমিক। বুধবার মাতৃত্বকালীন ভাড়া চেয়ে মেডিকেল রিপোর্টসহ লিখিত আবেদন জমা নেয় গার্মেন্টস কর্তৃপক্ষ।

জানা যায়, শহরের থানা পুকুরপাড় এলাকার রাসেল গার্মেন্টসের কর্মী জান্নাতুল, সাথি, শারমিন, রোকসানা ও নাসিমা। তাদের দুজন ৬ মাসের, দুজন ৭ মাসের এবং একজন ৮ মাসের গর্ভবতী। করোনা পরিস্থিতিতে ২৬ মার্চ তাদের প্রতিষ্ঠান বন্ধের পর থেকে তাদের কাজে ফিরতে দেয়া হয়নি।

পরবর্তীতে প্রতিষ্ঠান খুললে কর্তৃপক্ষ তাদের জানান, করোনা পরিস্থিতিতে সরকার গর্ভবতী ও বৃদ্ধদের কাজ থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে। আপনাদের চাকরি আছে, প্রতিমাসে আপনাদের বেতন দেয়া হবে। সে অনুযায়ী দুই মাসের বেতন দেয়া হয় তাদের। কিন্তু জুন থেকে তা আবার বন্ধ করে দেয়। এদিকে মাতৃত্বকালীন ছুটি ও ভাতার জন্য আবেদন করতে গেলে গার্মেন্টস কর্তৃপক্ষ আবেদন জমা নেয় না। পরবর্তীতে একাধিকবার প্রতিষ্ঠানের যোগাযোগ করা হলে তারা জানান, সন্তান প্রসবের পর থেকে কাজে যুক্ত হতে এবং তার মধ্যবর্তী সময়ে প্রতিষ্ঠান তাদের দায়িত্ব নেবে না।

এমন পরিস্থিতিতে দুই মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও মাতৃত্বকালীন ভাতার দাবিতে গত ২১ জুলাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

রাসেল গার্মেন্টসকর্মী শারমিন ও রোকসানা জানান, মঙ্গলবার রাতে গার্মেন্টস কর্তপক্ষ তাদের ৫ জনের সঙ্গে যোগাযোগ করে এবং মেডিকেল রিপোর্টসহ আবেদন জানা দিতে বলে। সে অনুযায়ী বুধবার তারা সকলে তাদের আবেদন জমা দিয়েছেন। তবে বকেয়া বেতন ও ঈদ বোনাস সম্পর্কে গার্মেন্টস কর্তৃপক্ষ কিছু জানাইনি বলে জানান তারা।

এ বিষয়ে রাসেল গার্মেন্টসের মালিক আক্কাস মোল্লা মুঠোফোনে বলেন, ‘অভিযোগ পাবার পর আমি বিষটি খোঁজ নিয়েছি। সেই ৫ নারীর দাবি দাওয়া পূরণের বিষয়ে নির্দেশনা দিয়েছি। পক্রিয়াগতভাবে তাদের দাবি পূরণ করা হবে।’