আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের দল ঘোষণা

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন

সংবাদচর্চা রিপোর্ট:

আর মাত্র কয়েক দিন পর বিশ্বকাপ ফুটবলের ২১ তম আসরের পর্দা উঠছে রাশিয়াতে। অংশগ্রহণ কারি দলগুলোর চলছে খেলোয়াড় বাছায়ের শেষ মুহূর্তের প্রস্তুতি।

সোমবার রাতে রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেবারিট পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ২৩ সদস্যের দল ঘোষণা করেছে। নেইমারের নেতৃত্বে বিশ্বকাপ জয়ের স্বপ্নে রাশিয়া যাবে কোচ তিতের দল।

বিশ্বকাপে ব্রাজিলের ২৩ সদস্যের দল

গোলকিপার: আলিসন, এদেরসন, কাসিও

ডিফেন্ডার: ফ্যাগনার, দানিলো, মার্সেলো, ফিলিপে লুই, মারকুইনস, মিরান্দা, থিয়াগো সিলভা, জেরোমেল।

মিডফিল্ডার: কাসেমিরো, ফার্নান্দিনহো, ফ্রেড, পাউলিনহো, ফিলিপে কৌতিনহো, রেনাতো আগুস্তো, উইলিয়ান।

ফরোয়ার্ড: ডগলাস কস্তা, ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, টাইসন।

ইনজুরি থেকে ব্রাজিলিয়ান তারকা নেইমার  সুস্থ হয়ে মাঠে ফিরছে  যে কোন সময়।

দানি আলভেস ইনজুরীর করণে দলে যায়গা পাবেন না তা আগে থেকেই নিশ্চিত ছিল। তার জায়গায় দলে এসেছেন ফ্যাগনার। পরিচিত মুখের মধ্যে কেবল দানি আলভেস নেই ব্রাজিল দলে। বাকি সবাই যায়গা পেয়েছেন তিতের দলে বিশ্বকাপ দলে।

এন.এস

 

স্পন্সরেড আর্টিকেলঃ