আজ সোমবার, ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যাংক ও জমির দালাল,আদমবেপারী,আবাসন,ইন্সুরেন্স,মাল্টিপারপাস এর দৌরাত্বে দিশেহারা অর্থনৈতিক জোন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচরুখী ও পাঁচগাও মৌজা নিয়ে সাতগ্রাম ইউনিয়ন ও দুপ্তারা ইউনিয়নের মধ্য ভাগে গড়ে উঠছে জাপান বাংলাদেশ যৌথ অর্থনৈতিক জোন। এখানে দু-লক্ষ লোকের কর্মসংস্থান হবে। ১০১০ একর জমি অধিগ্রহন হওয়ার কথা থাকলেও প্রথমে ৫০৫ একর জমি অধিগ্রহন সম্পন্নের পথে। জমির মালিকদের জমির মুল্যবাবদ চেক হস্তান্তর করা হয়েছে।অন্যদিকে পুরিন্দা,পাঁচরুখী,দুপ্তারা,বান্টি,আড়াইহাজার,মাধবদী,গাউছিয়া সর্বমোট প্রায় ৩০-৪০ টি ব্যাংক,ইন্সুরেন্স,মাল্টিপারপাস এর শাখা রয়েছে। এসব শাখার কর্মকর্তারা অর্থনৈতিক জোনের টাকা আমানত রাখার জন্য প্রতিদিন অর্থনৈতিক জোনের জমির মালিকদের ধারে ধারে ঘুরছে। আবার জমির দালালরা ভাল জমি কিনে দেওয়ার শর্তে, আবাসন ব্যবসায়িরা ভাল ফ্লাট কিনে দেওয়ার শর্তে, আদম ব্যাপারীরা ভাল দেশে প্রেরণের শর্তে, অর্থনৈতিক জোনের জমির মালিকদের নিকট প্রতিনিয়ত ধন্যা দিচ্ছে। কেউ আবার অফিস খুলে বসেছেন। এসব নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তাদের দৌরাত্বে দিশেহারা অর্থনৈতিক জোনের লোক।