নিজস্ব প্রতিবেদক:
করোনার সংক্রমণ কমে যাওয়ায় সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন মডেল অভিনেত্রী রুবিনা আলমগীর । নতুন এই মডেল অভিনেত্রী সংবাদচর্চাকে বলেন, আমার প্রথম সিনেমা ইফতেখার চৌধুরী পরিচালিত রাজত্ব। ২য় সিনেমা একে আজাদ পরিচালিত বাজি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে এতে আমার বিপরীতে কাজ করেছে খলনায়ক ডন। ৩য় সিনেমা তুহিন তোফাজ্জল পরিচালিত কবি মুক্তির অপেক্ষায়। ৪র্থ সিনেমা টিপু সুলতান পরিচালিত পাহাড়ী কন্যা । সিনেমাটির শুটিং গত ৫ সেপ্টেম্বর নওগাঁয় দৃশ্য ধারণ করা হয়েছে। রাকিবুল আলম রাকিব পরিচালিত প্রেমিক সিনেমার মহরত হয়েছে এফডিসি জহির রায়হান হলে এতে আমার নায়ক সায়মন।
সমকাল প্রত্রিকার কর্ণাধারের প্রযোজনায় দুই বাংলার যৌথ সিনেমা ‘প্রেম মাতাল ’। এ ছবির কাজ চলছে। এতে তার নায়ক নিরব। করোনা মহামারি কারণে বাংলা চলচ্চিত্রের শিল্পীদের কাজের চাপ কমে যায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ছুটিংয়ে ফিরছে নায়ক -নায়িকরা।