আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেহাল সুকুমপট্টি গোগনগর সড়ক

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়নগঞ্জের সদর থানার গোগনগর সুকুমপট্রি মসজিদ গলি হতে গোগনগর বড় মসজিদ পর্যন্ত সড়কটির বেহাল দশার কারনে চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন ওই সড়কে চলচালরত সাধারন যাত্রীরা। এই রাস্তার বেহাল দশার কারনেই প্রতিদিন ঘটছে নানা ধরনের দূর্ঘটনা। মঙ্গলবার সরেজমিনে ঘুরে এমনই চিত্র দেখতে পাওয়া।

সড়কটির অবস্থান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও গোগনগর ইউনিয়নের মধ্যে। দুইটি প্রতিষ্ঠানের মধ্যে টানাটানির কারনে সড়কটি সংস্কার করা হচ্ছেনা। ফলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারনকে। প্রতিদিন এই সড়ক দিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ -নারায়নগঞ্জের হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। কোন না কোন যানবাহন উল্টে আহত হচ্ছে যাত্রীরা।তারপরও সড়কটি সংস্কারে সিটি কর্পোরেশন ও গোগনগর ইউনিয়ন পরিষদের মধ্যে চলছে রশি টানাটানির খেলা। যার কুফল ভোগ করতে নিরীহ জনসাধারণ কে।

গোগনগর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ঢের বর্তমান মেম্বার মোক্তার হোসেন সুকুম এ বিষয়ে বলেন, আমি নিজের পকেট হতে ১৫ হাজার টাকা খরচ করে আধনা ইট ফেলেছি। গোগনগর ইউপি চেয়ারম্যান নওশেদ আলী ও নাসিক কাউন্সিলর কবির হোসাইন কে বারবার বলেছি তারা কোন ব্যবস্থা নেয়নি।

স্পন্সরেড আর্টিকেলঃ