আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেশি মূল্যে ঔষধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিষিদ্ধ মেয়াদোত্তীর্ণ, ঔষধ বিক্রির অপরাধে তিন ফার্মেসিকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার ৭ জুলাই বেলা দুপুরে বন্দর ফরায়েজীকান্দা, রেল লাইন রোড,কাবিলের মোড় এলাকায় নির্বাহী ম্যাজিট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

কামরুল হাসান মারুফ জানান, বন্দর উপজেলার সোনাকান্দা, ফরায়েজীকান্দা, রেল লাইন রোড, উইলসন রোড এলাকার ঔষধের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ ঔষধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ, মিসব্র্যান্ডেট ঔষধ বিক্রয়, নির্ধারিত মূল্যের পরিবর্তে অধিক মূল্যে ঔষধ বিক্রয় ও লাইসেন্স না থাকায় ৩ ফার্মেসিকে ঔষধ আইন অনুযায়ি ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মো. ওয়াহিদুর রহমান, শাহাদাত হোসেন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এসএমআর

স্পন্সরেড আর্টিকেলঃ