আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেঁচে থাকার অধিকার চাই জলবায়ুর সুবিচার চাই

নিজস্ব প্রতিবেদক

সারা বিশ্বের সাথে একযোগে ঢাকায়ও জলবায়ুর সুবিচার চেয়ে মানববন্ধন হয়েছে। একশন এইড বাংলাদেশ এর উদ্যোগে ২০ সেপ্পেম্বর বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময়  প্রথম দিনের কর্মসূচীতে দেশের অন্যান্য সংগঠনের সাথে “ইউথ চেইঞ্জ মেকার” এর ঢাকা টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। মানববন্দন এ উপস্থিত ছিলেন কান্ট্রি কো অর্ডিনেটর ও ঢাকা টিম লিডার রায়হানুল ইকবাল ইভান,এসোসিয়েট  লিডার, খাইরুল বাশার নাঈম, ঢাকা টিম, কার্যকরী সদস্য, মাহমুদুল হাসান জয় যোগদান করেন। এছাড়া সারা দেশের বিভিন্ন সংগঠনও জলবায়ুর সুবিচারের জন্য মানববন্দনে উপস্থিত হন।

সর্বশেষ সংবাদ