নিজস্ব প্রতিবেদক
সারা বিশ্বের সাথে একযোগে ঢাকায়ও জলবায়ুর সুবিচার চেয়ে মানববন্ধন হয়েছে। একশন এইড বাংলাদেশ এর উদ্যোগে ২০ সেপ্পেম্বর বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রথম দিনের কর্মসূচীতে দেশের অন্যান্য সংগঠনের সাথে “ইউথ চেইঞ্জ মেকার” এর ঢাকা টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। মানববন্দন এ উপস্থিত ছিলেন কান্ট্রি কো অর্ডিনেটর ও ঢাকা টিম লিডার রায়হানুল ইকবাল ইভান,এসোসিয়েট লিডার, খাইরুল বাশার নাঈম, ঢাকা টিম, কার্যকরী সদস্য, মাহমুদুল হাসান জয় যোগদান করেন। এছাড়া সারা দেশের বিভিন্ন সংগঠনও জলবায়ুর সুবিচারের জন্য মানববন্দনে উপস্থিত হন।