আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বীর মুক্তিযোদ্ধা দুলালকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আল-আমিন দুলাল মাস্টার ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি…. রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এক শোক বার্তায় মন্ত্রী, মরহুমে আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) বাদ যোহর সরকারী মুড়াপাড়া কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা আল- আমিন দুলালের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের আগে তাকে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অর্নার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়াসহ অনেকে। পরে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এছাড়া তিনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ছিলেন।