আজ বৃহস্পতিবার, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিয়েতে খরচ বাড়ছে : ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, বিয়েতে আগের তুলনায় যৌতুক দেয়া নেয়ার হার কমেছে, কিন্তু প্রত্যেকটা বিয়েতে খরচ বাড়ছে। যৌতুক নিচ্ছে না, কিন্তু অনেক বিয়েতেই ১০ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে।

তিনি বলেন, পুরুষ নির্যাতন বেড়েছে। পাশাপাশি নারী নির্যাতনের হারও বেড়েছে। জঙ্গীবাদ প্রতিরোধে আমাদের সতর্ক থাকতে হবে। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ধুলিসাৎ হয়ে যাবে শুধুমাত্র মাদকের জন্য। সবাই মাদক প্রতিরোধ কমিটি করবেন।

মঙ্গলবার আড়াইহাজারে বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক এক সেমিনারে সভাপতির বক্তব্যে জসিম উদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, পরিবারকে সময় দিতে হবে। তাহলে মাদক সেবীর সংখ্যা কমে আসবে। বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন।

আরো উপস্থিত ছিলেন, ডাক্তার সায়মা আফরোজ ইভা, এসিল্যান্ড উজ্জ্বল হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মুহাম্মদ নাশির উদ্দিন, আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলামসহ অনেকে।

সর্বশেষ সংবাদ