আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিস্কুট কিনে দেওয়ার কথা বলে রূপগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে ইসরাফিল নামে এক যুবক ৫ বছরের এক শিশুকে ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের মুশুরি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক উপজেলার টান মুশুরি এলাকার নায়েব আলীর ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শিশুর বাবার বরাত দিয়ে জানান, ওই শিশু প্রায় সময়ই সহপাঠিদের সঙ্গে খেলতে ই¯্রাফিলদের বাড়িতে যেতো। রোববার রাতে ই¯্রাফিল শিশুটিকে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির ছাদে নিয়ে ধর্ষণ করে। শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক ই¯্রাফিল দৌড়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা শিশুটিকে মুমুর্ষ অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই ধর্ষক ই¯্রাফিলকে আটক করে।###