ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার পর সেটা আইসিসিকে না জানানো সাকিব আল হাসানের ভুল ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সাকিবের আইসিসিকে বিষয়টি জানানো উচিত ছিল। বিসিবি সাকিবের পাশে আছে। তবে আইসিসির সিদ্ধান্তে খুব বেশি কিছু করার নেই।
সদ্যসমাপ্ত আজারবাইজান সফর নিয়ে মঙ্গলবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাকিবের শাস্তি নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চলমান দুর্নীতি বিরোধী অভিযানে নিয়ে আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভয় পাওয়ার লোক আমি না। ভয় শব্দটা আমার ডিকশনারিতে নাই। ভয় পেলে দুর্নীতি বিরোধী অভিযান হতো না। তিনি আরও বলেন, কে কোন দলে এটা দেখার বিষয় না। শুরু ঘর থেকে করতে হয়। যারা সমালোচনা করছেন তারা তো দুর্নীতি খনি।