সংবাদচর্চা ডটকম:
স্কাইট্র্যাক্স নামে একটি প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশের সেরা বিমানবন্দরের ভালো-মন্দ তালিকা প্রকাশ করছে। তাতে বলা হয়েছে এবার নিয়ে ৬ষ্ঠ বারের মতো শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর।
স্কাইট্র্যাক্স যেসব বিষয়কে ভিত্তি ধরে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে জরিপ চালায় সেগুলোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা, কর্মীদের সেবাপরায়ণতা, থাকা ও খাওয়ার ব্যবস্থা, কেনাকাটার সুবিধা, ব্যাগেজ ডেলিভারি, ইমিগ্রেশন ব্যবস্থা, ভিড় সামলাতে দক্ষতা, ট্রানজিট প্যাসেঞ্জারদের সুযোগ সুবিধা, বিনোদনের ব্যবস্থা, খরচ ইত্যাদি বিষয় রয়েছে।
তালিকায় সেরা বিমানবন্দরগুলো-
১. সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট
২. ইঞ্চিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (দক্ষিণ কোরিয়া)
৩. টোকিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
৪. হং কং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
৫. হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (কাতার)
৬. মিউনিখ এয়ারপোর্ট (জার্মানি)
৭. চুবু সেন্ট্রায়ার নাগয়া (জাপান)
৮. লন্ডন হিথ্রো এয়ারপোর্ট
৯. জুরিখ এয়ারপোর্ট (সুইজারল্যান্ড)
১০. ফ্র্যাংকফুর্ট এয়ারপোর্ট (জার্মানি)