আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্ববাজারে টিকে থাকতে পাট পণ্যের মানবৃদ্ধির বিকল্প নেই : বস্ত্র ও পাটমন্ত্রী

নবকুমার:

বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পাটজাত পন্যের গুনগতমান বৃদ্ধির আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

মঙ্গলবার ( ৫ মার্চ) বিকেলে রাজধানীর মতিঝিলের বাংলাদেশ পাটকল করপোরেশনে (বিজেএমসি) জাতীয় পাট দিবস-২০১৯ উপলক্ষে বিশ্ব বাজারে পাট ও পাটজাত পণ্যের বিপণনে চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি আহবান জানান। 

মন্ত্রী বলেন , আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে পাটের মানবৃদ্ধির বিকল্প নেই। সারা বিশ্বে প্লাস্টিক পন্য বর্জন শুরু হয়ে গেছে। পাটজাত পন্যের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।

গোলাম দস্তগীর গাজী বলেন, পাট পন্যের ডিজাইন বাড়াতে হবে। ভারত এবং চীনে যে পরিমাণ ডিজাইন আছে সেই পরিমান ডিজাইন আমাদের নেই।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু পাটকে নিয়ে চিন্তা করেছেন। পাটের জন্য আমরা যুদ্ধ করেছি। পিতার পদাঙ্ক অনুসরন করে শেখ হাসিনা পাটের সুদিন ফেরাতে কাজ করছে। চাষীদের ভর্তুকি দিচ্ছে। আধুনিক প্রযুক্তি আমদানি করছে।

গোলাম দস্তগীর গাজী বলেন, পাটের জন্য বাধ্যতামূলক প্যাকেজিং আইন বাস্তবায়ন করতে হবে। আমরা যদি বাধ্যতামূলক পাট পণ্যের ব্যবহার নিশ্চিত করতে না পরি তাহলে পাটশিল্প রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। এজন্য এখন থেকে নিয়মিত পাট রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

তিনি বলেন, সরকারি এবং প্রাইভেটভাবে পাট  কলগুলো যাতে সমান ভাবে বাজারে পন্য আনতে পারে এজন্য সবার সহযোগিতা দরকার।

গোলাম দস্তগীর গাজী বলেন, প্রধানমন্ত্রী পাটকে রক্ষায় আমাকে নির্দেশনা দিয়েছেন। পাট শিল্পে কোন প্রকার দুর্নীত থাকবে না। যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পাট শিল্প রক্ষায় সারাদেশে এখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর,অতিরিক্ত সচিব রীনা পারভীন, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) পরিচালক ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন, বিজেএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাছিমসহ প্রমুখ।