আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিভিন্ন মামলার জব্দকৃত মালামাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে বিভিন্ন মামলার জব্দকৃত মাদক ও অবৈধ পণ্য পুড়িয়ে ধ্বংস করেছে আদালত। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ম্যাজিস্ট্রেট কোর্টের পাশে নির্ধারিত স্থানে এ নির্দেশ তামিল করা হয়।

এসময় বিভিন্ন মামলায় জব্দকৃত ১ লক্ষ পিছ ইয়াবা, ৫৭৬ বোতল বিয়ার, ২১৫০ বোতল ফেনসিডিল, ১৫০ কেজি গাঁজা, ২ লক্ষ মিটার কারেন্ট জাল, ৫০০ এমএল চোলাই মদ ধ্বংস করা হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামান ও মাহমুদুল মোহসিনের তত্ত্বাবধায়নে জব্দ কৃত দ্রব্য ধ্বংস করেন কর্মকর্তারা। এসময় আরও উপস্থিত ছিলেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান, সিএসআই সালাহ উদ্দিন আহম্মদ প্রমুখ।

এমএ/এসএএইচ

স্পন্সরেড আর্টিকেলঃ