আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিপিএল টুর্নামেন্ট সেরা সাকিব

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে এনিয়ে তৃতীয়বার টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ২৮৪ রান আর বল হাতে ১৬ উইকেট শিকার করেন সাকিব।

এবারের আসরে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ সেরা হন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার ১৮ ফেব্রুয়ারি ফাইনালে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাত্র ১ রানের জন্য হেরে যায়।

দল হেরে গেলেও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নিয়েছেন সাকিব। এর আগে বিপিএলের প্রথম আসরে বরিশালকে হারিয়ে শিরোপা জিতে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ২০১২ সালের সেই আসরে টুর্নামেন্ট সেরা হন সাকিব।

ঠিক পরের আসরে চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্ল্যাডিয়েটর্স। ২০১৩ সালের সেই আসরেও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন সাকিব।

বিপিএলের অষ্টম আসর শেষ হলো শুক্রবার। এই আট আসরের মধ্যে তিনবার টুর্নামেন্ট সেরা হলেন সাকিব আল হাসান।

স্পন্সরেড আর্টিকেলঃ