আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সামসুল

সংবাদচর্চা রিপোর্ট:

জাতীয় পার্টি সমর্থিত সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নির্বাচনী এলাকা সোনারগাঁ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী এড. সামসুল ইসলাম ভুঁইয়া বিনাপ্রতিদ্বন্দ্বিতা বিজয়ী হচ্ছেন। আগামী ২০ বা ২১ সেপ্টেম্বর তাকে বিজয়ী ঘোষণা করা হবে। এ উপজেলায় উপ-নির্বাচনে অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেয়নি।

শনিবার ১৮ সেপ্টেম্বর বিকালে সংবাদচর্চাকে এ তথ্য নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ -উর- রহমান।

মো: সামসুল ইসলাম ভুঁইয়া সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির আহবায়ক। শনিবার ( ১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধির মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে এ মনোনয়ন দেওয়া হয়।
প্রসঙ্গত গত ২২ জুলাই ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ইন্তেকাল করেন।

আগামী ৭ অক্টোবর সোনারগাঁ উপজেলা পরিষদ উপ-নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিলো। এ উপ নির্বাচনে আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী ছিলো। তারা হলেন প্রয়াত সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন এর ভাই মনির হোসেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাছুম, বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল হোসেন।

স্পন্সরেড আর্টিকেলঃ