নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, আমাদের ভেতরে বাইরের থেকে লোকজন ঢুকে পড়ছে। কেউ মুখোশ ধারী, কেউ মুখোশ ছাড়া। চারদিকে ষড়যন্ত্র চলছে। ঠিক পঁচাত্তরের মতো ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে ঘরে বসে, বিদেশে বসে।
শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
শামীম ওসমান বলেন, যারা জাতির পিতাকে হত্যা করেছে তারা কিন্তু একজন মানুষকে মারে নাই। তারা এ দেশের যুবসমাজের স্বপ্ন শেষ করে দিয়েছে। আমরা যারা কিশোর ছিলাম আমাদের কৈশোর আমরা পাই নাই। আমাদের যৌবন আমরা পাই নাই। আমাদের দেশের ছেলেদের আজ বিদেশে যাবার কথা না। বঙ্গবন্ধু জীবিত থাকলে বিদেশের ছেলেরা আজ বাংলাদেশে আসতো।
শামীম ওসমান আরও বলেন, ২২ লাখ মানুষকে পানিবন্দি থেকে মুক্তির জন্য ডিএনডির এই প্রজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৎকালীন পরিকল্পনা মন্ত্রী মোস্তফা কামাল সাহেবকে দুপুরে খাবারের টেবিল থেকে জোর করে নিয়ে এসেছিলাম ডিএনডিবাসীর দুর্দশা দেখানোর জন্য। এর পরে ডিএনডি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। এটি সম্পূর্ণ বাস্তবায়ন হলে হাতির ঝিলের মতোই সুন্দর হবে এই এলাকাটি।
সংসদ সদস্য বলেন, নারায়ণগঞ্জে লিংক রোড কে ৬ লেনে উন্নত করনের কাজ শুরু হয়েছে। সাড়ে ৪ শত কোটি টাকা বাজেট ইতোমধ্যে পাশ হয়েছে এটির জন্য। দ্রুতই কাজ শুরু হবে। চাষাড়া থেকে আদমজী রেলওয়ের যায়গায় ৪০ ফুট প্রশস্ত রাস্তার কাজ ও খুব দ্রুত শুরু হবে। এখানেও প্রায় সোয়া কোটি টাকা বাজেট পাশ হয়েছে। এরপরে আমরা নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য কাজ শুরু করবো। আমরা নারায়ণগঞ্জকে পরিপূর্ণ একটি আধুনিক শহরে রূপান্তরিত করতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস। ডিএনডি প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মাশফিকুল আলম ভূইয়া, প্রকল্পের সমন্বয়ক মেজর সৈয়দ মোস্তাকীম হায়দার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতি. মহাপরিচালক মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান, নাসিক ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন প্রমুখ।