আজ রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গণতন্ত্রের বিজয় দিবস পালিত

বিজয়

রূপগঞ্জে গণতন্ত্রের বিজয় দিবস পালিতবিজয়

তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রুপগঞ্জে  অাওয়ামীলীগের গণতন্ত্রের বিজয় পালিত হয়েছে। গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-১আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নেতৃত্বে  উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, যুবমহিলালীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ সকল অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী নিয়ে এক আনন্দ মিছিল ও বিজয় শোভাযাত্রা বের করা হয়। এ শোভাযাত্রা তারাব বিশ্বরোড হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে তারাব বিশ্বরোডে  এসে শেষ হয়।

গত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট তত্বাবধায়ক সরকার ইস্যুতে নির্বাচন বর্জন করে। তারা কঠোর অান্দোলনের ডাক দেন টানা অবরোধ সহ হরতাল দেন তাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট বিএনপির আন্দোলন প্রতিহত করে দশম জাতীয় সংসদ নির্বাচন করে প্রায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসে ।

দশম জাতীয় সংসদ নির্বাচন ২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত হয় । সেই থেকে আওয়ামীলীগ দাবি করে যে সাংবিধানিক সংঙ্কট সৃষ্টি হয় নি বা দেশ সামরিক সরকারের হাত থেকে মুক্তি পেয়েছে। ৫ই জানুয়ারী আওয়ামীলীগ প্রতি বছর গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালন করে আসছে।