সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেছেন,বিএনপির হাত পা বেঁধে নির্বাচনের আহ্বান জানাচ্ছে সরকার।অবাধ সুষ্ঠু নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করবে এবং সেই নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি আসন খালেদা জিয়াকে উপহার দেওয়া হবে। হাছিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। যতদিন খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া হবে ততদিন বিএনপি রাজপথ ছেড়ে যাবে না। রক্ত দিয়ে হলেও গণবিস্ফোরণ ঘটিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
সোমবার (৯ জুলাই) সকাল ১১ টায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত অনশন কর্মসূচীতে তিনি এসব কথা বলেন। বিএনপি ও অঙ্গসংগঠন নারায়ণগঞ্জ জেলা’র ব্যানারে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পেছনের সড়কে বৈরি আবহাওয়ার মধ্যেই অনশন কর্মসূচী পালিত হয়।
মামুন মাহমুদ বলেন, কোন গণতান্ত্রিক সরকারের পক্ষে একজন ৭৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীকে কারারুদ্ধ করে রাখা সম্ভব নয়। একটি স্বৈরাচারী সরকার যা পারে একটি গণতান্ত্রিক সরকার তা পারে না। বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা এই সরকারের স্বৈরাচারী রুপ স্পষ্ট হয়ে উঠেছে।
জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে সহ সভাপতি এড. আজাদ বিশ্বাস, মনিরুল ইসলাম রবি, ব্যারিষ্টার পারভেজ, লুৎফর রহমান আব্দু, আব্দুল হাই রাজু, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, যুবদল নেতা আশরাফুল হক রিপন, শহিদুর রহমান স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মন্টু মেম্বার, জেলা মহিলা দলের সভাপতি নুরুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক রহিমা শরীফ মায়া, জেলা ছাত্র দলের সভাপতি মশিউর রহমান রনি, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্তসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনশন কর্মসূচীতে অংশ নেন।