আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি টেলিফোনে প্রেমালাপ শুরু করেছে: নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি এত দিন আন্দোলন আন্দোলন খেলা করেছে। এখন তারা টেলিফোনে প্রেমালাপ শুরু করেছে। খালেদা জিয়ার মুক্তি দিতে পারে কেবল আদালত। আওয়ামী লীগের হাতে মুক্তির কোনো পত্র নেই।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মুজিব বর্ষ উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি আরও বলেন, খুনি মোশতাক ও খুনি জিয়াউর রহমানরা বঙ্গবন্ধুকে হত্যা করে ইতিহাসের পাতা থেকে তার নাম মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তারাই আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে মুজিব বর্ষ যেমন পালন হচ্ছে, তেমনি স্বাধীনতার ৫০ বছর পূর্তিও পালন হবে।

আরো পড়ুনঃবাদ পড়লেন আ জ ম নাছির উদ্দীন

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. বাকী বিল্লাহর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

সর্বশেষ সংবাদ