আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি জনগণের ভোটাধিকার খর্ব করছে : বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ভোট জনগণের মৌলিক অধিকার। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে জনগণের ভোটাধিকার খর্ব করছে। ওরা ভোটাদের কে ভোট কেন্দ্রে না যেতে বিভিন্ন ভাবে উস্কানি দিচ্ছে। যা এদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরুপ। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শুক্রবার (১ মার্চ) রূপগঞ্জ  উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন ,বঙ্গবন্ধু বাঙালিদের ভোটাধিকার প্রতিষ্ঠার করতে গিয়ে এ দেশ স্বাধীন করেছেন । ১৯৭০’ সালের নির্বাচন বাংলাদেশের জন্য একটা টার্নিং পয়েন্ট। সেই নির্বাচনে বঙ্গবন্ধু যখন জনগনের ভোটে একচ্ছত্র নেতা হয়ে গেলেন। তখন আমাদের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিলো। ভারত যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য এমনকি পাকিস্তানের জনগণ বাঙালিদের ভোটাধিকার হরনের প্রতিবাদ করেছিলেন।

মন্ত্রী বলেন,আমাদের দেশে বিভিন্ন সময় সামরিক শাসক এসেছে তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। অনেকেই অস্ত্রের মুখে দল গঠন করেছেন।তাদের পতন হয়েছে।  গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, জনগণ মানেই ভোট আর ভোট মানেই গণতন্ত্র। দীর্ঘ দিন আমাদের দেশে গণতন্ত্র আছে বিধায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের দেশে এত উন্নয়ন করেছেন।

আসন্ন উপজেলা নির্বাচনে জনগণ কে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ,উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান, রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু, মুড়াপাড়া সরকারী কলেজের অধ্যক্ষ সুকুমার দাস, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, আওয়ামীলীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ