আজ বুধবার, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির বিক্ষোভ মিছিল

খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলবিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।এ রায়ের প্রতিবাদে  বিএনপির নেতা কর্মীরা সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে।

রাজধানীতে আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে বিএনপির নেতা-কর্মীদের শান্তিপূর্ণ মিছিলটি নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিক্ষোভ-মিছিলের নেতৃত্ব দেন। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট দিয়ে শুরু হয়ে পুরানা পল্টন, ফকিরাপুল পানির ট্যাংক ঘুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আসে। মিছিলে আরও ছিলেন দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, মোস্তাফিজুর রহমান বাবুল, ফজলুল হক মিলন, সালাউদ্দীন আহমেদ, আবদুস সালাম, নেওয়াজ আলী, সুলতান সালাউদ্দীন টুকু, শফিউল বারী বাবু, মোরতাজুল করিম, এস এম জিলানী, গোলাম মওলা, তানভীর আহমেদ, খান রবিউল ইসলাম প্রমুখ। দলীয় কার্যালয়ে আগে থেকেই দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজন নেতা অবস্থান করছিলেন। মিছিলটি কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান করে শেষ হয়।

বিএনপি কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া চারজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ কাউকে আটকের বিষয়টি নিশ্চিত করেনি।

রমনা জোনের সহকারী কমিশনার (এসি) এস এম শিবলী নোমান সাংবাদিকদের বলেন, ‘মিছিল থেকে কোনো সমস্যা হয়নি বলে পুলিশ তাতে বাধা দেয়নি। আটকের বিষয়ে এখনো কিছু বলতে পারছি না। বিষয়টা জেনে নিয়ে বলতে হবে।’

গতকাল বৃহস্পতিবার বকশি বাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এ রায় ঘোষণা করেন। বয়স ও সামাজিক মর্যাদার কথা বিবেচনা করে খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। যদিও একই অভিযোগে তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজনের ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

স্পন্সরেড আর্টিকেলঃ