আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির আমলে দেশে অন্যায় অত্যাচার লুটপাট হয়েছে, বানিজ্যমন্ত্রী

বিএনপির আমলে

 

বিএনপির আমলে

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা : বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচনে না আসলে অস্তিত্ব সংকটে পড়বে। গত নির্বাচনে অংশগ্রহন না করে যে ভুল করেছে, এবার যদি নির্বাচনে না আসে তা হলে সেটা হবে তাদের আরেকটা বড় ভুল।
সোমববার (১২মার্চ) ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে আওয়ামীলগের নতুন সদস্য সংগ্রহ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরোও বলেন, বিএনপির ক্ষমতার আমলে দেশে কোন উন্নয়ন হয়নি। সাধারন মানুষের উপর হয়েছে অত্যাচার, লুটপাট, অবিচার। মিথ্যা মামলায় সাধারন মানুষকে ঘর ছাড়া করেছে। সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে নির্বাচন বন্ধ করা যাবেনা। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য হবে এবং নির্বাচনে সব দল অংশগ্রহন করবে।

তিনি আরোও বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে ভোলায় অনেক উন্নয়ন হয়েছে।নদী ভাঙন রোধে প্রায় ২ হাজার কোটি টাকার চলমান আছে। ভোলার উন্নয়নে ৪৬৫ কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে। চলতি বছরের মধ্যেই ভোলা- বরিশাল ব্রিজ নির্মান কাজ শুরু হবে।

চরসামাইয়া আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হক আরজু, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, চরসামাইয়া ইউপি চেয়ারম্যান মো: মহউদ্দিনসহ সদর উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সর্বশেষ সংবাদ