আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চনপাড়া থেকে মাদক ব্যবসায়ীদের উৎখাত করেই ছাড়ব : মন্ত্রী গাজী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, যারা চনপাড়ায় মাদক ব্যবসা করছেন সময় থাকতে ভালো হয়ে যান। আপনাদের আর ছাড় দেয়া হবে না। প্রশাসন এবার চনপাড়া থেকে মাদক জুয়া উৎখাত করেই ছাড়বে। যারা খুন করে মাদক ব্যবসা করছেন তারা মনে রাখবেন আপনাদের শেষ রক্ষা হবে না। খুনিদের এবার ফাঁসি হবে।

তিনি বলেন, চনপাড়ার শিক্ষিত সমাজকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে রূখে দাঁড়াতে হবে। যারা ক্ষমতাবান মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে সবাই মিলে আন্দোলন করতে হবে । প্রয়োজনে ডিসি এসপি র‌্যাব হেডকোয়াটারে অভিযোগ দিতে হবে।

শুক্রবার( ৪ অক্টোবর)  বীর প্রতীক গাজী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মত বিনিময় ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী  এসব কথা বলেন।

চনপাড়াবাসীর উদ্দেশে গোলাম দস্তগীর গাজী  বলেন, সরকার চনপাড়া থেকে অবৈধ গ্যাস লাইন কাটতে উদ্যোগ নিয়েছে। গ্যাসের মন্ত্রী অবৈধ গ্যাস লাইন কাটতে  আমাকে ফোন করেছিলো । আমি তাকে বলে দিয়েছি বাসাবাড়ির গ্যাস লাইন কাটবেন না। তারা আমার কথা রেখেছেন চনপাড়ায় বাসাবাড়ি থেকে গ্যাস লাইন কাটা হবে না। হোটেলে কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

তিনি বলেন, যারা হোটেলে কারখানায়  অবৈধ গ্যাস সংযোগ নিয়েছেন তারা অভিযানের আগেই স্বেচ্ছায় সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তা না হলে আপনাদের বাসাবাড়ির গ্যাস লাইন আমি রক্ষা করতে পারব না।

এছাড়া চনপাড়ায় যারা রাস্তা দখল করে বিভিন্ন জিনিস রেখেছেন তাদের রাস্তা খালি করে দেয়ার আহবান জানান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন বাস্তবায়ন পরিষদের আহবায়ক নুর আলম মুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নাজিম উদ্দিন চৌধুরী,  এস এম ইব্রাহীম, চনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা, মহিলা লীগ নেত্রী পারভিন আক্তার।

সর্বশেষ সংবাদ