আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

না,গঞ্জ বার নির্বাচনে ফলাফল প্রকাশ,বেশির ভাগ পদে বিএনপির জয়

বার নির্বাচনে ফলাফল প্রকাশ

না,গঞ্জ বার নির্বাচনে ফলাফল প্রকাশ,বেশির ভাগ পদে বিএনপির জয়বার নির্বাচনে ফলাফল প্রকাশ

টি.অাই .আরিফ:

নারায়নগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ,সাধারণ সম্পাদক ব্যতিত বেশির ভাগ পদেই বিএনপি সমর্থিত প্রার্থীরা জয় লাভ করেছে।এ বিজয়ে নারায়নগঞ্জ  বিএনপির ঐক্য প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করছে বিএনপির কর্মীরা।

৩০ জানুয়ারী সকাল ৯ টা থেকে একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।নির্বাচনে ৯২৭ জন ভোটারের মধ্যে ৯১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বুধবার দিবাগত রাত দেড়টায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আক্তার হোসেন বেসরকারিভাবে নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন। ফলাফলে ১৭ টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের ১১ প্রার্থী ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ৬ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’র হাসান ফেরদৌস জুয়েল ৪৬৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোহসীন মিয়া ৪৮২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে ৫২৮ ভোট পেয়ে এডভোকেট মো. রেজাউল করিম খান রেজা বিজয়ী হয়েছেন ।

সহ-সভাপতি পদে ৫৬১ ভোট পেয়ে এডভোকেট মো.আজিজ আল মামুন বিজয়ী হয়েছেন । যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪৮৪ ভোট পেয়ে এডভোকেট মো.মাহবুবুর রহমান বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ৫০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ নুরুল আমিন মাসুম।

এছাড়া আপ্যায়ণ সম্পাদক হিসেবে জাতীয়তাবাদী ঐক্য পরিষদ প্যানেলের এডভোকেট সুমন মিয়া ৪৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। লাইব্রেরী সম্পাদক হিসেবে জাতীয়তাবাদী ঐক্য পরিষদ প্যানেলের এডভোকেট একেএম ওমর ফারুক নয়ন ৪৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ক্রীড়া সম্পাদক হিসেবে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের এডভোকেট আবুল বাসার রুবেল ৫৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জাতীয়তাবাদী ঐক্য পরিষদ প্যানেলের এডভোকেট মো.নজরুল ইসলাম মাসুম ৫৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সমাজ সেবা সম্পাদক হিসেবে জাতীয়তাবাদী ঐক্য পরিষদ প্যানেলের এডভোকেট শারমিন আক্তার ৫৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে জাতীয়তাবাদী ঐক্য পরিষদ প্যানেলের এডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা ৪৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে জাতীয়তাবাদী ঐক্য পরিষদ প্যানেলের এডভোকেট আলআমিন ৪৭৯ ভোট, এডভোকেট আমেনা আক্তার ৪৪৯ ভোট, এডভোকেট মো.রফিকুল ইসলাম আনু ৪৩৯ ভোট এবং সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এডভোকেট আব্দুল মান্নান ৪৬০ ভোট ও এডভোকেট মোহাম্মদ রাশেদ ভুইয়া ৪২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

স্পন্সরেড আর্টিকেলঃ