আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবুরাইল খালের ব্রীজ ঢালাই পরিদর্শনে বিভা

নিজস্ব প্রতিবেদক:

শীতলক্ষ্যা থেকে ধলেশ্বরীর সংযোগ শাখা বাবুরাইল খালের বাংলাবাজার ১৯ নম্বর প্যাকেজের ব্রীজ ঢালাই পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্যানেল মেয়র আফাসানা আফরোজ বিভা হাসান। এসময় নাসিকের ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন। এর আগে মোনাজাতের মাধ্যমে ব্রীজের ঢালাই কাজ শুরু হয়।

রোববার ২৬ জুলাই সকালে কাশিপুর বাংলাবাজার এলাকায় বাবুড়াইল খালের ব্রীজ ঢালাই পরিদর্শন করেন।

এসময় বক্তারা বলেন, বাবুরাইল খালের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। নগরীর এ খালের কাজ শেষ হলে শহরবাসির জলাবদ্ধতার সমস্যা অনেকটা লাগব হবে। কারণ এই খালটি দিয়ে শহরের বেশ কিছু এলাকার পানি শীতলক্ষ্যায় গিয়ে পরে। বাবুড়াইল খাল চালু হলে সড়কে পানি জমে থাকবে না। ইতিমধ্যে শীতলক্ষ্যার তীরের টানবাজার মীনাবাজার মন্ডলপাড়ায় এলাকায় খালের কাজ শেষ।

বক্তারা আরো বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর টেকসই পরিবেশের উন্নয়ন ঘটবে। দৃষ্টিনন্দন গণপরিসরের ব্যবস্থার পাশাপাশি নগরবাসীর দীর্ঘদিনের বিনোদনের চাহিদা পূরণ করতে সমর্থ হবে। এছাড়াও পয়ঃনিস্কাশন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। প্রকল্পটি বাস্তবাায়িত করতে এর সামগ্রীক ব্যয় বিশ্বব্যাংক বহন করবে। চারটি ধাপে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন,ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম,রেজাউল,কাউছার,অনিক, কক্টাকটর আকতার হোসেন, জাকির হোসেন, ওয়ার্ক এসিস্ট্যান্ড শাহরিয়া, সালাউদ্দিন, সাধিন, শের আলী, রিপন প্রমুখ।

সর্বশেষ সংবাদ