আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাদ পড়লেন মেসি

নিজস্ব প্রতিবেদক: যে কোন সময়  ২০২২ কাতার বিশ্ব কাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু হবে। এর আগে আগামী মাসে চিলি ও মেক্সিকোর বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।  এই ম্যাচগুলোর জন্য গতকাল ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। লিওনেল স্কালোনি ঘোষিত এই দলে নেই লিওনেল মেসি। এ ছাড়া দলের অন্যতম দুই সেরা ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো ও অ্যাঞ্জেল ডি মারিয়ারও জায়গা হয়নি এই দলে।

মেসির নাম যে স্কোয়াডে থাকবে না তা অবশ্য আগে থেকেই নিশ্চিত ছিল। কোপা আমেরিকায় রেফারিং নিয়ে বাজে মন্তব্য করায় তার ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। আর এ কারণেই মেসিকে বাইরে রেখেই স্কোয়াড ঘোষণা করেছেন স্কালোনি। তবে অ্যাগুয়েরো ও ডি মারিয়ার নাম স্কোয়াডে না থাকাটা বিস্মিত করেছে অনেককেই। কারণ দুজনই বেশ ছন্দে আছেন। চিলি ও মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিতে আর্জেন্টিনার আক্রমণভাগ সামলাবেন অ্যাডলফো গাইচ, লোতারো মার্টিনেজ ও পাওলো দিবালা। চিলির বিপক্ষে ম্যাচটি হবে আগামী ৬ সেপ্টেম্বর। ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। আর ১০ সেপ্টেম্বর মেক্সিকোর মুখোমুখি হবে স্কালোনির শিষ্যরা। এই ম্যাচটি হবে টেক্সাসের সান এন্তোনিওতে।

২৫ সদস্যের দলে যারা আছেন :

গোলরক্ষক : এস্তেবান আন্ড্রেদা, ফ্রাঙ্কো আরমানি ও অগাস্টিন মারচেসিন।

ডিফেন্ডার : নিকোলাস ওতামেন্দি, জার্মেইন পেজ্জালা, মার্কোস রোহো, নিকোলাস তাকিয়াফিকো, লিওনার্দো বালের্দি, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, গঞ্জালো মন্তিয়েল ও নিকোলাস ফিগাল।

মিডফিল্ডার : মার্কোস আকুনিয়া, গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভান্নি লে চেলসো, নিকোলাস ডমিঙ্গেজ, রদ্রিগো ডি পল, এজেকিয়েল প্যালিসিওস, মাতিয়াস জারাসো, রবার্টো পেরেইরা, লুকাস ওকাম্পোস, ম্যানুয়েল লানজিনি ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

ফরোয়ার্ড : পাওলো দিবালা, লোতারো মার্টিনেজ ও অ্যাডলফো গাইচ।

স্পন্সরেড আর্টিকেলঃ