আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাজারে চালের দাম কমতে শুরু করেছে

 

সজিব খান, ঢাকা: কিছুদিন আগেও চালের দাম কমা স্থির হয়ে যাওয়াতে বাড়তি দামেই চাল কিনতে হচ্ছিল ক্রেতাদের। কিন্তু কয়েকদিন ধরে বাজারে চালের দাম কমতে শুরু করেছে। গত এক সপ্তাহে বাজারে চালের দাম প্রকারভেদে কমেছে ২ টাকা করে।

সংশিষ্টরা বলছেন, ইতোমধ্যে চালের আমদানি বাড়তে শুরু করেছে। নতুন ধানের মৌসুমও প্রায় কাছাকাছি। এছাড়া চাল আমদানি শুল্ক ২ শতাংশ নির্ধারণ করায় বাজারে তার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। খুব শিগগিরিই চালের দাম আরও কমবে।

এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে মোটা চালের পাশাপাশি সব ধরনের চালের দামই কমতে শুরু করেছে। প্রতি কেজি স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৮ টাকায়। এ ছাড়া আঠাশ ৫০ টাকা, মিনিকেট ৬০ টাকা, আর নাজিরশাইল বিক্রি হচ্ছে ৬৭ টাকায়। কয়েকদিন আগেও দাম কিছুটা বেশি ছিল। তবে ক্রেতাদের দাবি চালের দাম তেমন কমেনি।

আরিফুল হক নামে একজন ক্রেতা বলেন, ‘ব্যবসায়ীরা বলছে বাজারে চালের দাম কমছে আরো কমবে কিন্তু বাস্তবতা ভিন্ন রকম। সব চাল চাল আগের দামেই আমাদের কিনতে হচ্ছে।’ বাজারে কোনো জিনিষের দামই কম না। সীমিত আয় দিয়ে চলাই মুশকিল হয়ে পড়েছে।

মিরপুরের চালের আড়ৎদার আকতারুজ্জামান জানান, আমদানির প্রভাবে পাইকারি বাজারে চালের দাম কমতে শুরু করেছে। দেশের অনেক জায়গায় ধান কাটা শুরু  হয়েছে। নতুন চাল বাজারে আসলে দাম আরো কমবে ।

স্পন্সরেড আর্টিকেলঃ