আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাইডেনের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি বংশোদ্ভুত জাইন

অনলাইন রিপোর্ট : নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত জাইন সিদ্দিক। মার্কিন স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের অফিসে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

জাইন সিদ্দিকই প্রথম বাংলাদেশি-আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন। বাংলাদেশি বংশদ্ভূত হলেও তিনি বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। প্রিন্সটেন ইউনিভার্সিটি এবং ইয়েল ল স্কুলের গ্রাজুয়েট জাইন বর্তমানে বাইডেন-হ্যারিস ট্রানজিশনের ডমিস্টিক এন্ড ইকোনমিক টিমের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিস যখন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিতর্কে অংশ নেয়ার জন্য টিম করেছিলেন, সেখানেও ছিলেন জাইন।

স্পন্সরেড আর্টিকেলঃ