নতুন বছরে বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাবে,সাবেক তথ্যপ্রতিমন্ত্রী
নবকুমার নিজস্ব প্রতিনিধি: নতুন বছর ২০১৮ সালেও বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফল ভাবে এগিয়ে যাবে বলে মনে করেন আওয়ালীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড.অধ্যাপক আবু সাইয়িদ ।
সোমবার দুপুরে দৈনিক সংবাদ চর্চার মাধ্যমে দেশবাসিকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আবু সাইয়িদ বলেন,পদ্মা সেতু দেশের উন্নয়নের প্রতীক।
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ বিশ্বমন্দা থাকা সত্বেও পাকিস্তানের চেয়ে স্বাক্ষরতা, মাথাপিছু আয়,জঙ্গিবাদ দমন,শান্তিশৃঙ্খলার উন্নতি ,অবকাঠামোর উন্নয়ন,বিদ্যুতের উন্নয়ন সহ সকল বিষয়ে আজ দেশ এগিয়ে রয়েছে।বহিঃবিশ্বে আজ আর দেশকে হাতপাততে হবে না।
টাকার অভাবে কোন শিক্ষার্থীর পড়াশুনা আর বাদ হবে না। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী কে সারা দেশে বিনামূল্যে বিনামূল্য বই বিতরণ করায়। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
যত প্রকার বাধাই আসুক না কেন সব বাধাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দমন করা হবে এবং বাংলাদেশ ২০১৮ সালেও সফল ভাবে এগিয়ে যাবে।