আজ বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জামায়াত যেন অন্য দলের প্রার্থী হতে না পারে, সাবেক তথ্যপ্রতিমন্ত্রী

নবকুমার নিজস্ব প্রতিবেদকঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলাম সহ নিবন্ধন বাতিল দলগুলোর নেতারা যেন অন্য দলের সমর্থিত প্রার্থী হতে না পারে সে দিকে নজর রাখতে সিইসিকে আহ্বান জানিয়েছেন সাবেক তথ্যপ্রতিমন্ত্রী অধ্যাপক ড আবু সাইয়িদ।

বুধবার তার ধানমন্ডির বাসায় দৈনিক সংবাদ চর্চাকে একান্ত সাক্ষাতকারে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আবু সাইয়িদ বলেন,সিইসি কে উদেশ্য করে বলেন নিবন্ধন বাতিল দলের নেতারা অন্য দলে যারা প্রার্থী হতে চান তারা যেন ঐ দলের কম পক্ষে ৫ বছরের সক্রিয় সদস্য থাকেন।৫ বছরের কম হলে তাদের মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করবেন।

 

আরপিও যেন আর বাড়ানো না হয়।তিনি আরো বলেন ,বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দুর্নীতিবাজ,লুটপাট কারী কিছু নেতাদের বাদ দিয়ে দলকে এগিয়ে নিতে হবে এবং দেশপ্রেমিক জনগণকে সচেতন থাকতে হবে।

উল্লেখ্য যে আগামী নির্বাচনে সিইসি কর্তৃক নির্বাচনের কিছু ধারা সংযোজন ও বর্জন বিষয়ে তিনি এ কথা বলেন।

স্পন্সরেড আর্টিকেলঃ