আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জিডিপিসি) উদ্যোগে তিন দিনব্যাপি বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাব (খেলাঘর হল) প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি উদ্যোগক্তাদের উদ্দেশে বলেন, সারা দেশে বেশি বেশি করে বহুমুখী পাট পণ্য মেলার আয়োজন করতে হবে। ভারতের সঙ্গে আমাদের প্রতিযোগিতা চলছে। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন ভর্তুকি বাড়িয়ে দেবে। সবাই মিলে পাট শিল্পটা আরো এগিয়ে নিয়ে যেতে হবে। পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন,বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া,বিজেমসি’র চেয়ারম্যান শাহ মেহাম্মদ নাসিম,বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক দিলীপ কুমার সাহা, ডেডিপিসি’র নির্বাহী পরিচারক খোরশেদ আলমসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, বহুমুখী পাটজাত পণ্যের উদ্যোক্তাগণ দৃষ্টিনন্দন বিভিন্ন পাটপণ্য উৎপাদন করছেন যার অধিকাংশই বিদেশে রপ্তানি করা হচ্ছে। এবারের  মেলায় ১০০টি স্টলের মাধ্যমে পাটপণ্যের উদ্যোক্তাগণ ২৮৫ রকমের বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করেছে । এ মেলায় বহুমুখী পাটপণ্য প্রদর্শনের পাশাপাশি বিক্রয়ের ব্যবস্থাও রয়েছে ।

স্পন্সরেড আর্টিকেলঃ