নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কে শুভেচ্ছা জানিয়েছে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ। গতকাল ছাত্রলীগের কমিটি প্রকাশ হওয়ার পর ছাত্রলীগের নেতৃবৃন্দ গোলাম দস্তগীর গাজীর রূপসীর বাসায় যান । মন্ত্রীর হাতে ফুলেল তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ফয়সাল আলম শিকদার, সহ-সভাপতি তানজির আহমেদ খান , নাজমুল হাসান সবুজ ,মোহাম্মদ ইমন ,সাধারণ সম্পাদক মো: মাসুম,যুগ্মসাধারণ সম্পাদক খোকন ,সাদ্দাম হোসেন তপু ,সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মিরাজ, মোল্লা,রুবায়েত হাসান রাকিব, দপ্তর সম্পাদক সেলিম মাহমুদ প্রমুখ।