আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বস্ত্র ও পাট মন্ত্রীর সাথে ভারতীয় বস্ত্র সচিবের সাক্ষাৎ

যৌথ সহযোগিতার মাধ্যমে বস্ত্র খাতের সম্ভাবনা উন্মোচনের চেষ্টা করবো। এর ফলে দুই দেশেরই বস্ত্রখাতের সাথে সাথে উভয় দেশের জনগণ উপকৃত হবে।

বুধবার ভারতের বস্ত্র সচিব উপেন্দ্র প্রাসাদ সিং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে মন্ত্রী এমন কথা বলেন।

পারস্পারিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের বস্ত্রখাত একসঙ্গে এগিয়ে যাবে জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রী আরো বলেন, দুই দেশের বস্ত্রখাতের ব্যবসা বাণিজ্যে যেসব বাধা রয়েছে আলোচনার মাধ্যমে তা দূও করা হবে। আলোচনায় বন্ধুপ্রতীম দু’দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপাক্ষিক

স্পন্সরেড আর্টিকেলঃ