আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মায়ের পরকীয়ায় শিশু সুরাইয়া বলি

বলি

আড়াইহাজারে মায়ের পরকীয়ায় শিশু সুরাইয়া বলি
বলি

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার সংবাদদাতা:-
আড়াইহাজারে নিখোঁজের ১৩ দিন পর সুরাইয়া (৮) নামের একটি শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার করার ঘটনা নিহতের মায়ের পরকীয়ার ফল এবং এটি একটি হত্যাকান্ড বলে জানা গেছে। এ ব্যাপারে শুক্রবার রাতে নিহত শিশুর মা রহিমা বেগম ও তার পরকিয়া প্রেমিক কাঠ মিস্ত্রি কবিরসহ চার জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শিশুটির বাবা অহিদ মিয়ার রিকশা চালানোর তাগিদে ঢাকায় থাকার সুযোগে পার্শ্ববর্তী ইসলামপুর গায়েনপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে কবির হোসেন (৩০) এর সঙ্গে নিহতের মা রহিমা বেগম (২৮) এর পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে। মায়ের সঙ্গে কাঠমিস্ত্রির অনৈতিক সম্পর্কের ঘটনা দেখে ফেলায় তাকে শ্বাস রোধ করে হত্যা করে তার মা ও মায়ের প্রেমিক কবির হোসেন।

প্রসঙ্গত, ১৩ দিন আগে শিশুটি তার বাড়ী থেকে নিখোঁজ হয়। সে স্থানীয় গোপালদী নূরানী মাদরাসার ১ম শ্রেণীর ছাত্রী। শিশুটির মাসহ তার প্রেমিক কবির তাকে লোক দেখানো খোঁজা খুঁজি করে। ঘটনার ১৩ দিন পর শুক্রবার সকালে এলাকার নজরুল ইসলাম বাবু কলেজের পিছনে কুদ্দুছ মিয়ার একটি পরিত্যাক্ত ঘরে পচাঁ গন্ধ পয়ে লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘরের মেঝেতে গলার সাথে রশি পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে। শিশুটির মুখসহ দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার দেহের বিভিন্ন স্থানে পঁচে গলে গেছে। তবে পুলিশ এ ব্যাপারে কোন প্রকার তথ্য দিতে রাজী হয়নি।