সংবাদচর্চা রিপোর্ট:
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে বলে জানিয়েন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী।
রবিবার রূপগঞ্জ উপজেলায় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় নারী নেত্রী হাছিনা গাজী বলেন,বিএনপি জামায়ত ক্ষমতায় আসলে দেশের স্বাস্থ্য খাতে লুটপাট হয়। কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়ে ১৬ কোটি মানুষের চিকিৎসা সেবা বন্ধ করে দেয়।
তিনি বলেন,জনপ্রতিনিধিদের কমিউনিটি ক্লিনিকের প্রতি নজর রাখতে হবে । ডাক্তারা ঠিকমত আসে কি না সেটা দেখতে হবে।কোন প্রকার অনিয়ম দুনীতি সহ্য করা হবে না।
মেয়র বলেন,রোগীদের সাথে নমনীয় ভাবে ব্যবহার করতে হবে সবার। কমিউনিটি সেবা সম্পর্ক জনগণকে সচেতন করতে হবে। এখন মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে।গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।
হাছিনা গাজী বলেন, দেশেরে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
বিস্তারিত আসছে..