আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ পরামর্শ প্যানেল মেয়র মতির

সংবাদচর্চা রিপোর্ট
অসেচতনতার কারণেই কোরবানির ঈদের কয়েক দিন আগে থেকেই পশুর বর্জ্য চারপাশে ছড়িয়ে পড়তে দেখা যায়। আর তাই পশুর বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ কিছু দিক খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি।
গতকাল দৈনিক সংবাদচর্চাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ পরামর্শ দেন।
নগরবাসীর প্রতি অনুরোধ রেখে মতি বলেন, পশুর জন্য কেনা খড়কুটো যেখানে সেখানে ফেলে রাখবেন না। উন্মুক্ত ডাস্টবিন ও নর্দমায় ময়লা ফেলবেন না। কোরবানির পশুকে যেখানে রাখবেন, সেখানে নিয়মিত ব্লিচিং পাউডার দিয়ে জায়গাটিকে রোগজীবাণুমুক্ত রাখতে হবে। পশু জবাইয়ের পরে রক্ত ও ময়লা পানি যেনো রাস্তায় ছড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখুন। বাড়ির আশপাশের নর্দমায় পশুর রক্ত ও বর্জ্য কখনোই ফেলবেন না। এতে অন্য বাড়ির আশপাশে দুর্গন্ধ তৈরি হয়। সিটি কর্পোরেশনের নির্ধারিত পশু জবাইয়ের জায়গায় কোরবানি দেওয়ার চেষ্টা করুন। জবাইয়ের সময় পানির ব্যবহারের দিকে গুরুত্ব দিন একই সাথে পানির অপচয় করবেন না। বাড়ির আশপাশে গোবর কিংবা অন্য পশুর বর্জ্য ছড়িয়ে পড়ছে কি না, তা খেয়াল রাখুন। নিজে সচেতনতার সাথে বর্জ্য ব্যবস্থাপনা করুন। আপনার কারণে দুর্গন্ধে অন্যের সমস্যা তৈরি না হয় সেদিকে খেয়াল রাখুন। প্রতিবেশীদের বর্জ্য ব্যবস্থাপনা ও দুর্গন্ধ না ছড়ানোর দিকে খেয়াল রাখতে সকলকে সচেতন করুন। যে পোশাক পরে পশু জবাই করবেন, তা ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে। সিটি কর্পোরেশনের জন্য পশুর বর্জ্য পলিথিনের ব্যাগে ভালো করে রশি দিয়ে বেঁধে সংরক্ষণ করুন। ময়লার ব্যাগ কুকুর বা বিড়ালের নাগালের বাইরে রাখুন ।