আজ বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যায় ডুবেছে না’গঞ্জের সড়কগুলো!

বন্যায় ডুবেছে না’গঞ্জ

বন্যায় ডুবেছে না’গঞ্জ

 

নিজস্ব প্রতিবেদক:
অল্প বৃষ্টির পানিতেই নারায়ণগঞ্জ শহরের রাস্তাঘাট বন্যার পানির মতো তলিয়ে গেছে। যে পরিমান বৃষ্টি হয়েছে তাতে পানি জমার কথা না থাকলেও বন্যায় তলিয়েছে রাস্তাঘা থেকে ফুটপাত। সামান্য বৃষ্টিতেই নগরীর রাস্তা থেকে শুরু করে ফুটপাত সর্বত্র এখন থৈ থে করছে ময়লা-আবর্জনা মিশ্রিত পানি। অল্প একটু বৃষ্টি হলেই এখন বন্যার সৃষ্টির হয় নারায়ণগঞ্জ শহরজুড়ে। সেই সাথে বাড়ে জনসাধারনের দূর্ভোগ।
শুক্রবার (১জুন) সকাল থেকে আকাশে রোদ ও বৃষ্টির খেলা শুরু হয়। দুপুরের দিকে আকাশ পুরোই কান্না জুড়ে দেয়। আকাশের কান্নার স্থায়িত্ব ছিল সেখানে আধা ঘন্টা থেকে পোনে এক ঘন্টার মত। আর এই অল্প সময়েই নগরজুড়ে সৃষ্টি হয় কৃত্রিম বন্যার।
বৃষ্টির পানিতে চাষাড়া বঙ্গবন্ধু সড়কতো ডুবেছেই সাথে ফুটপাতেও ছিল অথৈ পানি। এ অবস্থা শুধু বঙ্গবন্ধু সড়কেই নয়, বন্যাতে ডুবে ছিল নবাব সলিমুল্লাহ রোড, খানপুর রোড, ২নং রেলগেট, ১নং ডিআইটি মার্কেটের সামনের সড়ক, দেওভোগ, জামতলা, মাসদাইর, ইসদাইরের বিভিন্ন এলাকা।

স্পন্সরেড আর্টিকেলঃ