নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, আমরা এই জেলাকে মাদক মুক্ত করার ঘোষণা দিয়েছি। তার মাঝে সবার আগে বন্দর উপজেলাকে আগামি ১ বছরের মধ্যে মাদক মুক্ত করা হবে। মাদক ব্যবসায়িরা রাজনৈতিক ব্যক্তিদের ছত্র ছায়ায় চলে । মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাদক দ্রব্য অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিসি জসিম উদ্দিন বলেন, মাদক কারবারিরা রাজনৈতিক ব্যক্তিদের ছত্র ছায়ায় কার্যক্রম পরিচালিত করেন। মাদকের সাথে আরেকটি আসক্ত হলো ফেসবুক আসক্ত। এখন মানুষ ফেসবুকে আসক্ত হয়ে পড়ছে। এটা থেকে আমাদের দুরে থাকতে হবে। মাদককে সরকার কঠোর হস্তে দমন করবে। এদের কোন ছার নেই।
সভাপতির বক্তব্যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সামসুল আরেফিন বলেন,মাদককে নিয়ন্ত্রনে আনার জন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এবিষয়ে মানুষকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন জায়গায় ফেষ্টুন,ব্যানার বিলবোর্ড টানিয়ে দিয়েছি। যাতে করে মানুষ মাদকের বিষয়ে সচেতন হতে পারে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুম বিল্লা, অতিরিক্ত পুলিশ সুপার সুবাষ সাহা, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জেলা লাইব্রেরীয়ান এম এম মোশারফ হোসেন প্রমুখ।