আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে ৬টি পশুর হাটের অনুমোদন

বন্দরে ৬টি পশুর

বন্দর প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বন্দরে ৬টি পশুর হাটের মধ্যে ৫টি পশুর হাট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও ১টি পশুর হাট জেলা প্রশাসন অনুমোদন দিয়েছে।

সিটি কর্পোরেশন অনুমোদিত পশু হাট গুলো হলো, বন্দর থানার ২০ নং ওয়ার্ডস্থ সোনাকান্দা অস্থায়ী পশুর হাট, ২৩ নং ওয়ার্ডস্থ জামাল সোপ খেয়াঘাট অস্থায়ী পশুর হাট, ২৪ নং ওয়ার্ডস্থ নবীগঞ্জ অস্থায়ী পশুর হাট, ২৫ নং ওয়ার্ডস্থ চৌরাপাড়া অস্থায়ী পশুর হাট ও একই ওয়ার্ডের উত্তর লক্ষনখোলা খেয়াঘাট সংলগ্ন পশুর হাট।

এ ছাড়াও জেলা প্রশাসন মদনপুর এশিয়ান হাইওয়ে রাস্তার পাশে রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে পশুর হাটের অনুমোদন দিয়েছে।

প্রতি বছর বন্দর ১নং খেয়াঘাটে পশুর হাট বসলেও এবার সেখানে গরুর হাট বসছে না বলে জানিয়েছে ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ।

বন্দরে ২২নং ওয়ার্ডে অস্থায়ী পশুর হাট না থাকার কারনে বন্দর শাহী মসজিদ, সালেহনগর, রাজবাড়ী, রুপালী আবাসিক, আমিন আবাসিক, র‌্যালী আবাসিক লেজারার্স আবাসিক, বন্দর খানবাড়ী, স্বলেপর চক, চিতাশাল, একরামপুরসহ বিভিন্ন এলাকার জনসাধারন পশু ক্রয় করার র্দূভোগ চরম আকাড় ধারন করবে বলে এলাকাবাসী সূত্রে কথা জানা গেছে।

বন্দরে ৬টি হাটের মধ্যে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অস্থায়ী পশুর হাট বসানোর কারনে এশিয়ান হাইওয়ে রাস্তায় র্তীব্র যানযট সৃষ্টি হয়ে জনসাধারন চরম ভোগান্তি সৃষ্টি করবে বলে জানা গেছে।

এ ব্যাপারে বন্দর থানার সেকেন্ড অফিসার ফরিদ উদ্দিন জানিয়েছে, আমরা প্রাথমিক ভাবে বন্দরে ৬টি সম্ভাব্য পশুর হাটের তালিকা পেয়েছি। এ ছাড়াও আরো ১/২টি পশুর হাট বারতে পারে বলে তিনি জানান।

এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু  জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের অনুমোদনকৃত অস্থায়ী পশুর হাটের লিষ্ট এখনো হাতে পৌছেনি।

স্পন্সরেড আর্টিকেলঃ