আজ বুধবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে ১ দিনে ২ কিশোর অপহরণ

বন্দরে ১ দিনে ২ কিশোর অপহরণ

বন্দরে ১ দিনে ২ যুবক

 

বন্দর প্রতিনিধি:
বন্দরে এক দিনে ২ কিশোর অপহরনের শিকার হয়েছে।
অপহৃত কিশোররা হলো হরিপুর পারটেক্স মিলের শ্রমিক আরিফ (১৫) ও রিক্সাচালক ভানভির (১৪)।
অপহরনকারীরা অপহৃত ২ কিশোরের অভিভাবকের কাছ থেকে মুক্তিপন হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেছে।
বুধবার সকাল ১০টায় মদনপুর এলাকা থেকে এদেরকে অপহরণ হয় বলে জানিয়ে অপহৃত কিশোরদের আত্মীয় স্বজনরা।
এ ব্যাপারে অপহৃত রিক্সা চালক কিশোর তানভিরের পিতা কাজল মিয়া বাদী হয়ে অপহরণের ঘটনার ওই দিন দুপুরে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ অপহৃত ২ কিশোরকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে।
জানা গেছে, বুধবার সকাল ৯টায় বন্দর উপজেলার লালখারবাগ এলাকার কাদির মিয়া বাড়ী ভাড়াটিয়া কাজল মিয়ার ছেলে রিক্সা চালক তানভির ও একই এলাকার মোস্তফা মিয়া বাড়ী ভাড়াটিয়া তাজল ইসলামের ছেলে পারটেক্স শ্রমিক আরিফ প্রয়োজনীয় কাজের জন্য মদনপুর এলাকায় আসে।
ওই সময় অজ্ঞাত নামা অপহরণকারীরা ২ কিশোরকে জোর পূর্ব রাস্তা থেকে তোলে নিয়ে মাইক্রোবাস যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ০১৭০১৭২০৭৩২ নাম্বার থেকে অপহৃত যুবক ভানভিরের পিতা কাজল মিয়া ০১৬-৮৩২১৬২৪৭ নাম্বারের ফোন করে মুক্তিপন হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এ রির্পোট লেখা পর্যন্ত অপহৃত ২ কিশোরকে উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।