আজ মঙ্গলবার, ১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে স্বামীকে জখম করে স্ত্রীকে শ্লীলতাহানী

বন্দর প্রতিনিধি:
বন্দরে সিমানা সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামীকে জখম করে স্ত্রীকে শ্লীতাহানীর ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে আহত কামরুল মিয়া বাদী হয়ে বুধবার সকালে ৮ জনকে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলা দায়েরের পর মদনপুর এলাকায় অভিযান চালিয়ে হামলাকারি আনোয়ার হোসেন (৪৫)কে গ্রেপ্তার করে। যার মামলা নং- ৮(৪)১৮ ধারা- ১৪৩/ ৪৪৮/ ৩২৩/ ৩২৫/ ৩০৭/ ৩৫৪/ ৩৭৯/ ৪২৭/ ৫০৬ দঃবিঃ। ধৃত আনোয়ার হোসেন ওই এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে।
জানা গেছে, বন্দর উপজেলার মদনপুর সাবেহ বাড়ী এলাকার আবুল হাশেম মিয়ার ছেলে কামরুল মিয়ার সাথে মদনপুর উত্তরপাড়া এলাকার আব্দুল মজিদ মিয়ার ৪ ছেলে আনোয়ার হোসেন, কবির হোসেন, জাকির হোসেন ও জাহাঙ্গীর হোসেনদের সাথে র্দীঘ দিন ধরে সিমানা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার বিকেল ৪টায় উল্লেখিত ৪ ভাইসহ পিতা আব্দুল মজিদ মিয়া, মুক্তার মিয়ার স্ত্রী তাছলিমা ও আনার মিয়ার ২ ছেলে মাসুদ ও সুমন পূর্ব শত্রুতার জের ধরে কামরুল মিয়ার বাড়ীতে হামলা চালায়। ওই সময় কামরুল হামলাকারিদের বাধা দিতে গেলে তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়। স্বামী চিৎকারের শব্দ শুনে তার স্ত্রী হাফেজা বেগম এগিয়ে আসলে হামলাকারিরা তাকে বেদম পিটিয়ে শ্লীতাহানী করে। ওই সময় হামলাকারিরা কামরুলের সাথে থাকা নগদ ৫ হাজার টাকা ও ৪ আনা ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। বাড়ীঘর ভাংচুরের ঘটনায় আরো ৫০ হাজার টাকা ক্ষতিসাধন হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ হামলাকারি আনোয়ার হোসেনকে ওই মামলায় বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।

স্পন্সরেড আর্টিকেলঃ