আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে যৌতুক মামলায় গ্রেপ্তার ১

বন্দরে যৌতুক

বন্দরে যৌতুক

বন্দর প্রতিনিধি:
বন্দরে ২ লাখ টাকা যৌতুকের দাবিতে ১ সন্তানের জননী শান্তা আক্তার (১৮)কে নির্যাতনের ঘটনায় যৌতুক লোভী মহিলা আক্তার বানু (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বন্দর থানার পিচ কামতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার রা হয়।
এ ব্যাপারে নির্যাতিত গৃহবধূ শান্তা আক্তারের মা মিলি বেগম বাদী হয়ে যৌতুক লোভী স্বামীসহ ৫ জনকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৬৬(৮)১৮।
জানা গেছে, দেড় বছর পূর্বে বন্দর উপজেলার মিনারবাড়ী এলাকার তাজুল মিয়ার মেয়ে শান্তা আক্তারের সাথে একই উপজেলার পিচ কামতালস্থ নুন্দীপাড়া এলাকার নূর হোসেন মিয়ার ছেলে রনী সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়।
বিয়ের পর তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের সময় গৃহবধূ শান্তা আক্তারের পিতা তাজুল ইসলাম মেয়ের সুখের কথা চিন্তা করে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও স্বার্ণালংকার যৌতুক হিসেবে ছেলে পক্ষ দেয়।
এতেও তাদের মন ভরেনি। গত ২৫ আগষ্ট সন্ধ্যা ৭টায় নূর হোসেন মিয়ার যৌতুক লোভী ছেলে রনী ও তার ভাই রানা, সুরুজ মিয়ার স্ত্রী আক্তার বানু, নবী হোসেনের স্ত্রী ফরিদা বেগম ও নারগিস পুনরায় ২ লাখ টাকা যৌতুক দাবি করে।
দাবিকৃত যৌতুক দিতে না পারায় ১ সন্তানের জননীকে বেদম পিটিয়ে আহত করে। এ ব্যাপারে নির্যাতিত গৃহবধূ মা মিলি বেগম বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই যৌতুক লোভী আক্তার বানুকে গ্রেপ্তার করে।
এ রির্পোট লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।

স্পন্সরেড আর্টিকেলঃ