আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে প্রতিবাদ করায় সমাজচ্যুত ব্যবসায়ী ইকবাল

সংবাদচর্চা রির্পোট
বন্দর উপজেলার মদনগঞ্জ ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির কথিত সভাপতির সেক্রেটারীর একতরফা নীতির প্রতিবাদ করায় মৃত বোরহান উদ্দিনের ছেলে ব্যবসায়ী ও সংগঠক ইকবাল হোসেনকে সমাজচুত্য করার পায়তারা করছে। ভুক্তভোগী জানান, তিনি ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাবেক সদস্য। যেখানে সাবেক চেয়ারম্যান মাইনুদ্দিন আহম্মেদ সভাপতি ও আলী আজগর মাষ্টার সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছে। কমিটির মেয়াদ ২০১৮ সালে শেষ হয়ে গেলেও অদ্যাবধি নতুন কোন কমিটি গঠন করা হয়নি।

তিনি অভিযোগ করেন. বিগত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে তাদের সহযোগী কিছু সদস্যদের নিয়ে একতরফা নিজেদের মত কাজ করিয়েছে। সমাজ ভিত্তিক মসজিদ কবরস্থান ঈদগায়ের উন্নয়নের কথা বলে প্রাপ্য টাকা থেকে অসৎ উদ্দেশ্যে টাকা আত্বসাৎ করে নিয়েছে। তাদের কাছ থেকে হিসাব চাওয়ার মত কোন সৎ ব্যক্তি নেই। কারন সমাজে রয়েছে তাদের প্রচুর ক্ষমতা। তাই পূর্বের কমিটির মেয়াদ শেষ হয়ে যাবার পরেও কিছু মাদক ব্যবসায়ী ঘুষখোর আর ভূমিদস্যুদের নিয়ে ভূয়া কমিটি করে ক্ষমতার দাপট খাটিয়ে সমাজ পরিচালনা করে আসছে। এ নিয়ে প্রতিবাদ করায় তাতে ক্ষিপ্ত হয়ে যায় সভাপতি মাইনুদ্দিন ও আলী আজগর মাষ্টার । শুধু তাই নয় ইকবালকে সমাজের লোকদের মাঝে কোনঠাসা করে রাখতে বিভিন্নভাবে চক্রান্ত করে আলী আজগর মাষ্টার । এমনকি তাকে হত্যা সহ খুন গুম করে ফেলার জন্য হুমকি ধামকি দিয়ে আসছে। তাদের চক্রান্ত দিন দিন এতই চরম আকার ধারন করে যে গত ১৪ জুলাই ইকবালকে সমাজচুত্য করার একটি নোটিশ দেয়। নোটিশে কমিটির অন্য কোন সদস্যর স্বাক্ষর না থাকলে ও ভূয়া কমিটির সভাপতি মাইনুদ্দিন আর আলী আজগরের স্বাক্ষর পাওয়া যায়।
এ ব্যাপারে সভাপতি মাইনুদ্দিনের সাথে আলাপকালে তিনি জানান ইকবালকে সমাজচুত্য নয়। আমাদের বিরুদ্ধে যাতে কোন কথা না বলে সেজন্য তাকে সতর্ক করতে একটি নোটিশ দিয়েছি। তিনি আরো বলেন, আমার সাথে তেমন কোন কিছু হয়নি। কথা কাটাকাটি হয়েছে সেক্রেটারী আলী আজগর মাষ্টারের সাথে। আলী আজগর আমাকে ফুসলিয়ে ইকবালের বিরুদ্ধে সমাজচ্যুত করার নোটিশে সাক্ষর করতে বলছে। তিনি আরো বলেন, সেক্রেটারী অনেক অনুনয় বিনয় করায় আমি তার স্বাক্ষরের চৌদ্দ দিন পর স্বাক্ষর করেছি। সভাপতি আরো বলেন আমিতো ইকবালকে বলেছি যে সেক্রেটারীর সাথে যাই হয়েছে তা আপোষ করে নিতে। তবে সেক্রেটারী আলী আজগর মাষ্টার স্বিকার করেন ইকবালকে সমাজচ্যুত করতে নোটিশ দিয়েছে।
এদিকে ইকবাল বলেন আমি ঘারমোড়া সমাজ কল্যান ক্লাবের দায়িত্বে নিয়োজিত। নিজের একটি কিন্ডারগার্ডেন স্কুল ও আছে। সমাজে অন্যায়কারীদের বিরুদ্ধে আপোষহীন। তাই তাদের দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাকে সমাজচ্যুত করার পাঁয়তারা করছে আলী আজগর মাষ্টার সহ দূর্নীতিবাজরা।